চট্টগ্রাম: পাওয়ারকার অপারেটর আসেননি কাজে। কিন্তু সময় হয়ে যাওয়ায় চলতে শুরু করে ট্রেনের চাকাও।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনটি সীতাকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ফিটার মোহাম্মদ নবীকে তুলে নেওয়া হয় ট্রেনে।
মোহাম্মদ নবী বলেন, ‘বাজারে গিয়েছিলাম। ফোরম্যান ফোন করে বলল ট্রেনে যেতে হবে। ট্রেন সীতাকুণ্ড বাজারে পৌঁছে গেলে ট্রেনে উঠে পড়ি। ফেনীতে অন্যজনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি বাসে ফিরে আসি। ’
রেলওয়ে সূত্রে জানা যায়, রোস্টার অনুযায়ী মেঘনা এক্সপ্রেসের পাওয়ারকারের দায়িত্বে ছিলেন খালাসি হাসান। কিন্তু ট্রেন ছাড়ার সময় হয়ে গেলেও তিনি ডিউটিতে আসেননি। ফলে অন্ধকারেই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যায় ট্রেন।
বিদ্যুৎ না থাকায় অসুবিধায় পড়েন যাত্রীরাও। ওই ট্রেনের যাত্রী জামাল উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত অন্ধকারেই বসে থাকতে হয়েছে। ট্রেন ছাড়ার সময় থেকেই
বিদ্যুৎ ছিল না। রেলওয়ের অব্যবস্থাপনার কারণেই আজ এ অবস্থা। ’
চট্টগ্রাম বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বিই/টিসি