কক্সবাজার: কক্সবাজার পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে মুক্তি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী।
দুপ্রক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট প্রতিভা দাশ, মুহাম্মদ আলী,অধ্যাপিকা শারমিন সিদ্দিকা লিমা,উজ্জ্বল কান্তি দে,উদয় শংকর পাল,নাসির উদ্দিন,ইসমত আরা ইসু,জাহেদ সরওয়ার সোহেল উপস্থিত ছিলেন।
সভায় সৎ অভিপ্রায় চর্চার মধ্য দিয়ে দুর্নীতি প্রবণতা রোধে সচেতনতা তৈরিতে সততা সংঘ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে ঘোনারপাড়া বিবেকানন্দ বিদ্যা নিকেতন ও কক্সবাজার সিটি কলেজে সততা সংঘের কার্যক্রম চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময় ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসবিএসআইএস