ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

বাংলাদেশ-সিঙ্গাপুরের রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বাংলাদেশ-সিঙ্গাপুরের রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

ঢাকা: বাংলাদেশ ও সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। ১৯৭২ সালের ১৬ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল।

স্বাধীনতার প্রথম দিকে স্বাধীন বাংলাদেশকে যেসব দেশ স্বীকৃতি দেয়, তার মধ্যে সিঙ্গাপুর ছিল অন্যতম। দুই বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব তাদের বার্তায় দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

উভয় নেতা আগামী ৫০ বছর এবং এরপরেও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সুসংহত করতে প্রতিশ্রুতি দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।