মেহেরপুর: ৩০ হাজার টাকা নিয়ে সুদে-মূলে এখন ৮ লাখ টাকা দাবি করেছেন সুদ কারবারি চম্পা খাতুন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মতানৈক্য।
মর্জিনাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা হাসপাতাল ও সেখান থেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
মর্জিনা গাংনী উপজেলার তেরাইল গ্রামের ওলিনগরপাড়া এলাকার আলগামন চালক বকুল হোসেনের স্ত্রী।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কীটনাশক পান করে তিনি।
মর্জিনার স্বামী বকুল জানান, পাশের বাড়ির সুলতান হোসেনের মেয়ে চম্পা খাতুনের কাছ থেকে সুদে ৩০ হাজার টাকা নেয় মর্জিনা। এর মধ্যে পুরা টাকা পরিশোধ করেও দিয়েছি। তারপরেও চম্পা খাতুন আমার স্ত্রীর কাছে ৮ লাখ টাকা দাবি করে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ নিয়ে কথা কাটাকাটি হলে অভিমানে কীটনাশক পান করেন মর্জিনা।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হামিদুল ইসলাম জানান, তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
কেএআর