গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সাসেক সড়ক সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইসহাক, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম,
সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে মোহাম্মদ ফজলুল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গোপালগঞ্জ সড়ক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনসহ সওজ বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।
দুপুর আড়াইটার দিকে নবনিযুক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জোনের আওতাধীন উন্নয়নমূলক ও রক্ষণা-বেক্ষণ কাজের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা ও পিরোজপুর-নাজিরপুর-পাটগাতী-ঘোনাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্পের প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস