ঢাকা: দেশে ও বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে শতাধিক নারীর ভার্চ্যুয়াল মেডিকেল চেকআপের নামে গোপন ভিডিওচিত্র ধারণ করে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আল ফাহাদ নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নর্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর নর্দা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএমআই/এমএইচএম