ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ট্রেনে পাথর ছোড়া স্বাভাবিক মানুষের কাজ নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
‘ট্রেনে পাথর ছোড়া স্বাভাবিক মানুষের কাজ নয়’ ছবি: বাংলানিউজ

নীলফামারী: রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) মো. দিদার আহম্মদ বলেছেন, ট্রেনে পাথর ছোড়া স্বাভাবিক মানুষের কাজ নয়। পাথর নিক্ষেপকারীদের বোঝাতে হবে তোমাদের কাছে যা খেলা, তা অন্যের জীবন নিতে পারে।

আসুন, ট্রেনে পাথর ছোড়ার বিপক্ষে জনমত গড়ি, সচেতনতা সৃষ্টি করি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের ব্যারাক হাউস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যোগ দিচ্ছে। এজন্য সরকারের প্রতিটি সেক্টরের মতো রেলওয়ে পুলিশও আধুনিকায়ন হচ্ছে। রেল যাত্রীদের আইনি সহায়তা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছি আমরা।

তিনি বলেন, আগে ট্রেনে কাটা পড়লেই অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হতো। বর্তমানে প্রতিটি মৃত্যুকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে রেলওয়ে পুলিশ। এ নিয়ে কাজ করছে রেলওয়ের ছয় জেলা পুলিশ।

এর আগে, রেলওয়ে সৈয়দপুর জেলার পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান অ্যাডিশনাল আইজিকে রেলওয়ে পুলিশ ক্লাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ষাজ মো. মমতাজুল হক, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, রেলের সহকারী পুলিশ সুপার তবারক আলী প্রমুখ।

প্রসঙ্গত, ব্যারাক হাউজ নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ টাকা। কাজ করেছে গণপূর্ত বিভাগ, নীলফামারী ও রেলওয়ে জেলা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।