ফরিদপুর: করোনার সংক্রমণ রোধে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টিতে তিন দিনব্যাপী শুরু হওয়া ঐতিহ্যবাহী মদন হাজীর মেলা ভেঙে দেওয়া হয়েছে।
মেলা চলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেলাটি ভেঙে দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাসলিমা আকতার।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে ইউএনও মোছা. তাসলিমা আকতার বাংলানিউজকে বলেন, দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে তাই মেলা ভেঙে দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, করোনা পরিস্থিতিতে মেলার খবর পেয়ে বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানকে অবগত করি। খবর পেয়ে মেলা প্রাঙ্গণে তিনি আসেন এবং করোনা সংক্রমণ রোধে মেলা ভেঙে দেওয়ার জন্য বলেন। পরে আমি নিজে উপস্থিত থেকে দোকান বন্ধ করতে নির্দেশ দিয়েছি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলাটি শুরু হয়। করোনা রোধে দ্বিতীয় দিন ভেঙে দেওয়া হয় এ মেলা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসআরএস