ঢাকা: জাতির এগিয়ে যাওয়ার জন্য গুণগত মানসম্পন্ন সাংবাদিকতা খুব জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সংগঠন। আমি নিজেকে সবসময়ই এ পরিবারের একজন মনে করি।
তিনি বলেন, আপনাদের সব সদস্যরা যেভাবে বস্তুনিষ্ঠভাবে কাজ করে, সংবাদপত্রের মান বাড়ানোর জন্যও আপনারা যেভাবে কাজ করেন, সেটি অবশ্যই দেশের এগিয়ে যাওয়ার জন্য বড় একটি উপাদান। স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন সাংবাদিকতা ও গুণগত মানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি।
দীপু মনি বলেন, ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এ আয়োজনে যখন আসি তখন এমনিতেই ভালো লাগে। আমাদের যে স্বাধীনতা, ভাষার জন্য লড়াই, তার সব শহীদদের প্রতি আমি এ বইমেলা থেকে শ্রদ্ধা নিবেদন করছি।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এইচএমএস/আরবি