কুমিল্লা: নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দুই ফার্মেসিকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহীদ আল-হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হাবিবুর রহমান।
ইউএনও কামরুল ইসলাম খান জানান, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গৌরিপুর এলাকায় দু’টি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে গৌরিপুর বাসস্ট্যান্ডের জে এম মেডিসিন ফার্মেসি ও পপুলার ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে জে এম ফার্মেসির মালিক ভিপি জাহাঙ্গীর আলমকে ২ লাখ এবং পপুলার ফার্মেসির মালিক মো. শেখ সাদিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসআরএস