গাজীপুর: ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলা ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন।
আহতরা হলেন- শ্রীপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল, নাজমুল ইসলাম, মো. রোকনুজ্জামান ও গাড়ি চালক মামুন হোসেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গ্রেফতার করে। পরে তাকে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিত শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ্ আল বাকীর ছেলে নাইম সরকার (২২)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার জানান, সরকারি বিধিমোতাবেক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মো. ফাইজুল্লাহ্কে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বরমী বাজারে যাওয়া হয়। সেখানে পৌঁছে গাড়ি থেকে নামা মাত্রই বাজারের কয়েক ব্যবসায়ীর নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের লোকজনের ওপর হামলা চালায়। এতে ভূমি অফিসের ওই চারজন কর্মচারী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইম সরকার নামে একজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দণ্ডিত নাইমকে শ্রীপুর থানা হাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
আরএস/এসআইএস