ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ফসলি জমির মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি তোলার দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাসলিমা আকতার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলাধীন বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের মো. খলিল মোল্যার ছেলে ওবায়দুর মোল্যা দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাসলিমা আকতার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওবায়দুর মোল্যাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।