ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক পাখায় ঝুলছিল রাজমিস্ত্রির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
বৈদ্যুতিক পাখায় ঝুলছিল রাজমিস্ত্রির মরদেহ

বরিশাল: বরিশালে নিজ ঘর থেকে রুবেল গাজি (৩৬) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরের কাউনিয়া থানাধীন আল-মাদানির বাসার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর ভোলানাথ গ্রামের বাসিন্দা আবুল গাজির ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে রুবেল আত্মহত্যা করেছে। পেশায় সে একজন রাজমিস্ত্রি ছিলেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি পরিবারের সবাইকে নিয়া বরিশাল নগরের আলমাদানি সড়কে ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের অজান্তে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। বিষয়টি জানার পরে স্বজনরা থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এস আই) মিজান মোল্লা বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের কারনেই আত্মহত্যা করেছেন রুবেল।

বাংলা‌দেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।