ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু কাশিমপুর কারাগার

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে তিনি মারা যান।

 

নিহত ব্যক্তি হলেন- ঢাকার রূপনগর থানা এলাকার বাসিন্দা মৃত সেকান্দার আলীর ছেলে শামীম আহমেদ (৪৪)। তার হাজতি নং-৩০৬২২।  

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন হাজতি শামীম আহমেদ। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে শামীম আহমেদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে রূপনগর থানায় মামলা নং-০৩(১০)২১, ধারা-মাদক আইনের ৩৬ (১) এর ১০ (খ) রুজু ছিল।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২০২১ সালের অক্টোবর মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।  


বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।