ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতারকচক্রের স্বর্ণ কিনে গ্রেফতার ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
প্রতারকচক্রের স্বর্ণ কিনে গ্রেফতার ব্যবসায়ী স্বর্ণ-প্রতীকী ছবি

বরিশাল: স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে খুলনায় দায়েরকৃত একটি মামলায় বরিশাল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে প্রতারকচক্রের কাছ থেকে কেনা সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের কাটপট্রি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  সুনীল কর্মকার পেশায় এক স্বর্ণ ব্যবসায়ী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খুলনায় একটি স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হলে সে বরিশাল নগরের সুনীল কর্মকারের কাছে চোরাই স্বর্ণ বিক্রয়ের বিষয়টি পুলিশকে অবহিত করে।

এরপর খুলনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় নগরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় সুনীল কর্মকারকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে চোরাইকৃত সাত ভরি স্বর্ণ উদ্ধার করে খুলনা পুলিশ।

গ্রেফতারের পর তাকে নিয়ে খুলনা চলে যায় অভিযানকারী দল।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।