ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কাউখালীতে ইটভাটা মালিককে জরিমানা ইটভাটা

পিরোজপুর: পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অভিযোগে পিরোজপুরের কাউখালীতে একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৯) পিরোজপুর কাউখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ট মো. আল এমরান বিষয়টি নিশ্চি করেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলাটির শিয়ালকাঠী গ্রামের মো. খোকন শেখের ইটভাটায় অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।  

জানা গেছে, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অভিযোগ পেয়ে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিষয়টির সত্যতা মেলায় ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং কাঁচা ইটসহ অন্যান্য সরঞ্জাম ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়।  

আরও জানা গেছে, ওই ইটভাটায় স্থানীয়দের জমি দখল করে প্রভাব খাটিয়ে সেখানে ইট পোড়ানো হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।