ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগতিতে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
রামগতিতে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ-জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অব্যবস্থাপনার কারণে মেডিনোভা' ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের সময় মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।  

এছাড়া অভিযানে আরওয়া' ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এম আমির ফয়সাল ও রামগতি থানা পুলিশ এতে সহযোগিতা করে।  

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী।  

তিনি জানান, রামগতি পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরিচালনা করায় 'আরওয়া' ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের স্বত্ত্বাধিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া উপজেলার জমিদারহাটের কারামাতিয়া সড়কে অবস্থিত 'মেডিনোভা' ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারে ল্যাবরেটরির ন্যূনতম সুবিধাদি না থাকায় এবং মালিক বা ব্যবস্থাপক কাউকে না পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।