ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
ফেনীতে ট্রাকচাপায় পথচারী নিহত

ফেনী: ফেনীতে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে ওই ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আহম্মদ সুবহান (৬৩)। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের শেখ মহিউদ্দিনের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার নৈরাজপুরের মো. আরিফ (৩০) ও পূর্ব সুলতানপুর গ্রামে বাসিন্দা মোবারক হোসেন (২৪)। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

ঢাকা-চট্টগ্রাম মহামড়কের ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইমলাম ভূঁঞা জানান, মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে একটি ফুটওভারের নিচে সড়কের পাশে একটি ট্রাক আগে থেকে বিকল অবস্থায় দাঁড়ানো ছিল। সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ফেনীমুখী দ্রুতগামী একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কা খেয়ে ট্রাকটি সামনের দিকে লাফ দিলে সড়ক পারাপারের সময় তিন পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন। এ সময় ট্রাকচাপায় এক পথচারী ঘটনান্থলেই মারা যান ও দুজন গুরুতর আহন হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গাড়ি দুটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।