ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বারিধারার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আশিক সাদেক ও জিসান।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বলেন, বারিধারা কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির নিচতলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সৃষ্ট আগুনে দুজন দগ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন আগুন নির্বাপন করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দগ্ধদের মধ্যে আশিক সাদেক ওই বাড়ির মালিক বলে পুলিশ জানতে পেরেছে। ওই বাড়ির নিচতলায় মেরামতের কাজ চলছিল। দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।