ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপায়ণ সিটি উত্তরায় দু’দিনব্যাপী বসন্ত উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
রূপায়ণ সিটি উত্তরায় দু’দিনব্যাপী বসন্ত উৎসব

ঢাকা: দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী বসন্ত উৎসব।  

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হয়েছে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায়।

বসন্ত উৎসব উপলক্ষে অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল রূপায়ণ সিটি উত্তরা। আয়োজনের মধ্যে ছিল গ্রামীণ রকমারি পিঠার সমারোহ। সঙ্গে ছিল মনোমুগ্ধকর বাউল সংগীতের আয়োজন।

বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির সব সুযোগ-সুবিধা ঘুরে দেখে দর্শনার্থীরা ছিলেন উচ্ছ্বসিত।  

উৎসব পরিদর্শন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও রূপায়ণ সিটির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এম মাহবুবুর রহমান।

উৎসব উপলক্ষে এম মাহবুবুর রহমান বলেন, ‘আগামী প্রজন্মকে জানাতে ও বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এ আয়োজন। বরাবরের মতো রূপায়ণ সিটি উত্তরা এ আয়োজন করেছে। একুশে ফেব্রুয়ারি ও পহেলা বৈশাখেও এ রকম আয়োজন করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।