ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না বিধিনিষেধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না বিধিনিষেধ ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যেন রিল্যাক্স (আয়েসী) না হই।

আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ভ্যাকসিন দেওয়ার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে। এটা নিয়ে ডিসি, এসপি, মেয়র, চেয়ারম্যান সবাইকে বলে দেওয়া হয়েছে, যাতে সব জায়গায় বলে দেওয়া হয়।

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত টিকা আছে। সেজন্য বিশেষভাবে কো-অপারেট করে কোনোভাবে যেন এইবার ২৬ ফেব্রুয়ারি কারো এনআইডি না থাকলেও, একটা ছোট স্লিপের মাধ্যমে টিকা নিয়ে গেলে পরে লিস্টে ইনক্লুড করে দেবেন।

ডব্লিউএইচও বলছে—আরেকটি নতুন ওয়েব আসার সম্ভাবনা রয়েছে, উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা ওমিক্রনের মতো এতো সহজ হবে বলে মনে করতেন না। সেজন্য আমাদের সবারই উচিত এটা (টিকা) যেন নিয়ে নেই।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চিন্তা করছে ১২ বছরের নিচেও কীভাবে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যায়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে দেওয়া হচ্ছে—তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যেন দিয়ে দেই।

তিনি বলেন, আগামী পরশু থেকে স্কুল (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়) খোলা হবে। সবাই যেন মাস্ক পরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে যাবে, যে অনুষ্ঠানে যাবে সবাই যেন মাস্ক পরে—এটা বার বার অনুরোধ করা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়। বিধিনিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়।

আরও পড়ুন:
২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।