ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
খাগড়াছড়িতে মাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে মা বিবি রহিমাকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ইব্রাহিমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে রামগড় পৌর এলাকার চৌধুরী পাড়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে।

জানা যায়, বিবি রহিমা রামগড়ের চৌধুরী পাড়ার মৃত আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ জানায়, মা রহিমার সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ হতো ছেলে ইব্রাহিমের। শনিবার রাতে ছেলের বউকে নিয়ে মা রহিমার কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করে ছেলে। এতে ঘটনাস্থলেই বিবি রহিমার মৃত্যু হয়। ঘটনার পরপর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।