ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শোকের আবহে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জনতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
শোকের আবহে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জনতা ছবি: ডি এইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): হাতে শ্রদ্ধার ফুল, শোকের কালো জামা, কালো ব্যানার-ব্যাচ নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সর্বস্তরের জনতার ঢল। করোনা সংক্রমণের আশঙ্কায় বিধি-নিষেধ থাকলেও মাস্ক পরিধান করে স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা জানাচ্ছেন তারা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবদ্বয়। এরপর জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকারের পক্ষে বিরোধীদলীয় নেতা, ভাষা সৈনিকবৃন্দ, মন্ত্রী পরিষদ, কূটনৈতিক মিশনের প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সদস্যবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারবৃন্দসহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনারের বেদি।  

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এসকেবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।