গাজীপুর: অপহরণের চারদিন পর ৭০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেলেন টেইলার্স ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫)।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে তিনি বাসায় ফিরে আসেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার বাসা ভাড়া থাকেন হাফিজুর। তিনি কুড়িগ্রামের উলিপুর থানার বামনীরপাড় গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি পাওনা চার লাখ টাকা উদ্ধারের কথা বলে হাফিজুরের টেইলার্স মাষ্টার সাদেক হোসেন এবং মনোয়ার হোসেন নামে এক গাড়ি চালক তাকে দিনাজপুরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হাফিজুরের মোবাইল নিয়ে যায় সাদেক ও মনোয়ারসহ কয়েকজন। পরে তারা হাফিজুরকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। এরপর শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হাফিজুরকে আটকে মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা দাবি করে। ওইদিন বিকেলে পরিবারের লোকজন বিকাশে ২০ হাজার টাকা পাঠায়। পরের দিন শনিবার দুপুরে বিকাশের মাধ্যমে আরো ৫০ হাজার টাকা পাঠায়। এ ঘটনায় অপহৃতের স্ত্রী সুলতানা ওরফে কল্পনা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে অপহরণকারীরা হাফিজুরকে শনিবার রাতে ছেড়ে দেয়। পরে রোববার ভোরে হাফিজুর কালিয়াকৈরের সফিপুর এলাকায় বাসায় ফিরে আসে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ হাফিজুরকে থানায় নিয়ে ঘটনার বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, হাফিজুর কালিয়াকৈর থেকে অপহরণ হয়নি। দিনাজপুর যাওয়ার পর তাকে অপহরণ করেছে।
বাংলাদেশ সময়: ০৮৫৯, ফেব্রুয়ারি ২১, ২০২২
আরএস/কেএআর