ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউএনওর বাসভবনের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ইউএনওর বাসভবনের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি।

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে কাজ করতে গিয়ে দেয়াল ধসে দীপক রায় (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহত দীপক উপজেলার বেতগাড়ি ইউনিয়নের শেরপুর পুটিমারী গ্রামের কালিপদ রায়ের ছেলে এবং তিনি গঙ্গাচড়া সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।



সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করতেন দীপক। গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে ইউএনওর বাসভবনে গ্যারেজের দেয়াল ঘষাঘষি করছিলেন। একপর্যায়ে দেয়াল ধসে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান দীপক।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।