ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জামান দর্জি (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জামান গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি এলাকার মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে। তিনি আর কে জুট মিলস্ লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, রোববার সন্ধ্যায় জামান দর্জি বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে যাননি। পরে সোমবার সকালে টঙ্গী-ঘোড়াশাল রেললাইনে গোলাবাড়ি রেল ব্রিজের পাশে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২, ফেব্রুয়ারি ২১, ২০২২।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।