খুলনা: খুলনায় স্কুলছাত্র শুভ হাওলাদারকে হত্যার প্রধান আসামি মো. সজল ব্যাপারীকে (১৫) গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, মঙ্গলবার আসামি সজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে রেকর্ড করা হবে।
এর আগে সোমবার রাত ৯টার দিকে মামলার এজহারভুক্ত ৩ নম্বর আসামি মো. জাহিদকে (১৮) গ্রেফতার করে র্যাব।
প্রসঙ্গত, রোববার দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৪ নম্বর রোডে একটি মাঠ থেকে শুভ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।
তার মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে ইটের আঘাত পাওয়া যায়। হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছিল পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়।
নিহত শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ইব্রাহিম হাওলাদার।
এ ঘটনায় রোববার রাতে শুভ হাওলাদারের মা ঝুমুর বেগম বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ওই দিন ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে বস্তির একটি ঘর থেকে রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমআরএম