ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ দিন পর মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
বরিশালে ৪ দিন পর  মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ প্রতীকী ছবি।

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর আফসার আলী খানের (৭৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি কীর্তনখোলা নদী সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত  আফসার আলী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আফসার আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বাংলানিউজকে জানান, আফসার আলী মরদেহ উদ্ধার হওয়ার পর তা স্বজনরা শনাক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।