ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কারখানায় কেমিক্যাল গোডাউনে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আশুলিয়ায় কারখানায় কেমিক্যাল গোডাউনে আগুন 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার জিরানীর দক্ষিণ পানিশাইল এলাকার  ডরিন অ্যাপারেল্স লি. কারখানায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্ট্যশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দক্ষিণ পানিশাইল এলাকার ডরিন অ্যাপারেল্স লিমিটেড কারখানার পেছনে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কোনো হতাহত নেই তবে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসএফ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।