ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
বান্দরবানে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে ৪তলা থেকে পড়ে মো. মামুন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন আলীকদম উপজেলার আলী নেওয়াজের ছেলে।
 
সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকার চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মামুন। কাজ করার সময় হঠাৎ নির্মাণাধীন বিদ্যালয় ভবনের ৪র্থ তলা থেকে নিচে পড়ে যান তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মরদেহ বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
 বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।