ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় এতিমদের মধ্যে শুভসংঘের সহায়তা-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
নেত্রকোনায় এতিমদের মধ্যে শুভসংঘের সহায়তা-সভা

নেত্রকোনা: নেত্রকোনায় এতিমদের মধ্যে বস্ত্র বিতরণ ও নবগঠিত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা পৌরসভার আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সোহান আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. আব্দুর রহমান।  

কমিটির প্রধান উপদেষ্টা আলপনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আইয়ুব আলী, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, কালের কণ্ঠ সংবাদ দাতা মনিরুজ্জামান মহসিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবায়েল আহমেদ খান, শুভসংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম জেলা প্রতিনিধি আব্দুর রহমানসহ আরও অনেকেই।
 
এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বক্তারা বলেন, আগামী দিনে নেত্রকোনার তৃণমূল পর্যায়ের অসহায় হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন জেলা কমিটির সদস্যরা। আর এ কাজে সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে সবার সহযোগিতায় এগিয়ে যাবে শুভসংঘের কার্যক্রম।  

মতবিনিময় শেষে কমিটির সদস্যদের প্রথম আয়োজনে নিজস্ব অর্থায়নেই জেলা শহরের তৃণমূলপর্যায়ের ছিন্নমূল হতদরিদ্র ১০ জন শিশুর মধ্যে বস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করেন ডিসি কাজী মো. আব্দুর রহমান।  

এ সময় কমিটির সব পর্যায়ের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।