গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক শিশুযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নূরে আলম নোমান (৮)। সে- পঞ্চগড়ের আটোয়ারি থানার যাদবপাটি এলাকার তরিকুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো।
আহতরা হলেন- নূরে আলমের মা নাজমা বেগম (৩৭) ও ভাই নাজমুল ইসলাম (১৬), রংপুরের পীরগঞ্জ থানার রাইলধারা এলাকার মফিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ফাহিমা (২২), আব্দুল হাকিম (৩২) ও তার ভাতিজি সুমাইয়া (১৬)।
টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মধুমিতা লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নোমান মারা যায়। এ ঘটনায় অটোরিকশার ৭ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২।
আরএস/এমএমজেড