ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর বয়স বেশি, বিষপানে আত্মহত্যার চেষ্টা কিশোরীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
স্বামীর বয়স বেশি, বিষপানে আত্মহত্যার চেষ্টা কিশোরীর

মেহেরপুর: স্বামীর বয়স বেশি হওয়ায় পছন্দ হয়নি। তাই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী (১৪)।

তার বাড়ি গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে। স্বামীর নাম মকুল হোসেন, তার বাড়ি সদর উপজেলার কালিগাংনী গ্রামে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে বিষপান করে সে। বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে।

একটি সূত্র জানায় প্রায় ৭ মাস আগে সদর উপজেলার কালিগাংনী গ্রামের মকুল হোসেনের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। কিন্তু মকুল হোসেনের বয়স বেশি হওয়ায় তাকে পছন্দ হয়নি কিশোরীর । এ অবস্থায় বাড়ির লোকজন মকুল হোসেনের সঙ্গে সংসার করার জন্য চাপ দিলে বিষপান করে সে।

কিশোরীর মা বলেন, ‘আমার স্বামী লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচন নিয়ে জোড়া খুন মামলার আসামি। বর্তমানে তিনি জেল হাজতে আছেন। তবে মেয়ের মাথায় সমস্যা থাকায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সোহাগ হোসেন জানান, বর্তমানে ওই কিশোরী সুস্থ আছে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।