ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসসে আরও ২ বছর এমডি থাকছেন আবুল কালাম আজাদ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
বাসসে আরও ২ বছর এমডি থাকছেন আবুল কালাম আজাদ 

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

আবুল কালামের নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য বাসসের প্রধান সম্পাদক ও এমডি নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তার মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। ২০২০ সালে তিনি আরও দুই বছরের জন্য বাসসের এমডি নিয়োগ পান।  

অপর এক আদেশে বিডিনিউজ২৪ ডটকমের কপি এডিটর সাবরিনা করিম মুর্শেদকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের চুক্তিতে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব নিয়োগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।