ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকচাপায় দর্জি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
সাতক্ষীরায় ট্রাকচাপায় দর্জি নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকচাপায় হায়দার আলী নামে এক দর্জি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা-যশোর রোডের ঝাউডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার ঝাউডাঙ্গা বাজারে একটি টেইলার্স চালাতেন। তিনি হাজীপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ঝাউডাঙ্গা এলাকার আবু হায়দার জানান, হায়দার মাগরিবের নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হায়দারের। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যদিও নিহতের ছেলে লিটন রহমান বাংলানিউজকে বলেন, আমরা এ ঘটনায় মামলা করবো না। মরদেহ বাড়িতে আনা হয়েছে। দাফন-কাফনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।