রাঙামাটি: রাঙামাটির পলওয়েল পার্কে একদল দর্শনার্থী এবং সাদা পোশাকধারী পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় পর্যটক এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পার্কের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে প্রায় ৪০জনের একটি ট্যুরিস্ট দল রাঙামাটিতে বেড়াতে আসেন। তাদের মধ্যে ব্যবসায়ী ও ছাত্র ছিল। তারা কাপ্তাই হ্রদে নৌকায় করে পলওয়েল পার্কের জেটিঘাটে এসে পার্কে প্রবেশের চেষ্টা চালালে সাদা পোশাকদারী পুলিশ তাদের টিকিট কেটে পার্কে প্রবেশ করতে বলেন। কিন্তু পর্যটকরা সাদা পোশাকধারী পুলিশকে চ্যালেঞ্জ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পড়ে এ ঘটনায় পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছয় ট্যুরিস্ট এবং তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন- ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছেছর হোসেন বলেন- পর্যটকরা পার্কের নিয়ম-কানুন না জানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
রাঙামাটির প্রাক্তন এসপি আলমগীর কবিরের উদ্যোগে নির্মিত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত, পলওয়েল পার্ক ২০১৯ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে। এটি রাঙামাটির অন্যতম সেরা বিনোদন স্পট। বর্তমানে যেটি জেলা পুলিশ দেখাশোনা করে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
আরএ