ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩ মাংস বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
হবিগঞ্জে ৩ মাংস বিক্রেতাকে জরিমানা

হবিগঞ্জ: মূল্য তালিকা না থাকায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।

অভিযানে সহযোগিতায় ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা।  

অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের দেবানন্দ সিনহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিক করেন।

তিনি জানান, মূল্য তালিকা না রাখার দায়ে শায়েস্তানগরের মাংসের ৩ জন দোকানি সানু মিয়া, রেনু মিয়া ও ভাই ভাই স্টোরকে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।