পঞ্চগড়: পঞ্চগড়ে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার দায়ের করা মামলায় ৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘাগড়া খোচাবাড়ি এলাকার একরামুল হকের ছেলে সোহেল রানা (২২), বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে ইউসুফ আলী (২৮), পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার পখিলাগা এলাকার ফজলুল হকের ছেলে সোহেল (২০)। এদের মধ্যে সোহেল রানার ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইউসুফ ও সোহেলের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এক গৃহবধূ। দীর্ঘদিন পর আদালতে মামলায় উল্লেখ করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর ৪/খ ধারা অনুযায়ী এই দণ্ডাদেশ দেন।
পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজার রহমান আজু বাংলানিউজকে বলেন, মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ১ জনকে ৭ বছর এবং ২ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি