ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুতার কারখানায় আগুন: মালিকের নামে হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
জুতার কারখানায় আগুন: মালিকের নামে হত্যা মামলা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার নামক জুতা প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যুর ঘটনায় মালিকসহ দুইজনের নামে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিহত শ্রমিক শাহানারা বেগমের স্বামী আব্দুল হামিদ বাদী হয়ে কারখানার মালিক মিজানুর রহমানসহ দুইজনের নামে মামলাটি দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বাংলানিউজকে বলেন, কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন শ্রমিক নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় কারখানার মালিক মিজানুর রহমান ও এডমিন অফিসার সিরাজুল ইসলামের নামসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। নিহত শ্রমিক শাহানারা বেগমের স্বামী মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড রূপায়ন মাঠ এলাকার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
এসএফ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।