ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম আর নেই আবু হাতেম

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু হাতেম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবু হাতেমের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার ভাই ১ নম্বর আলোকঝাড়ি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরই মধ্যে গলব্লাডারে আক্রান্ত হলে সম্প্রতি তিনি ঢাকায় শ্যামলীতে স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়ে গলব্লাডার (পিত্তথলির পাথর) অপারেশন করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

আবু হাতেমের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে আল-মারকাজুল মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
 
আবু হাতেম খানসামা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।