জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর ঝিনাই নদী থেকে বিদেশফেরত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার যুবকের নাম মিজানুর রহমান। তিনি ওই চর নান্দিনা এলাকার আমজাদ আলীর ছেলে।
মিজানুরকে না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে বাবা আমজাদ আলী সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (ডিসি) করেন ।
আমজাদ আলী অভিযোগ করে জানান, তার ছেলে মিজানুরকে কাজের উদ্দেশে সৌদি আরব পাঠানো হয়। বিদেশে থাকা অবস্থায় মিজানুরের থেকে টাকা ধার নেন একই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রীর কল্পনা বেগম।
সৌদি থেকে ফিরে কল্পনার কাছে টাকা ফেরত চাইলে টাকা দেবে না বলে হুমকি দেয়। তিনি আরও অভিযোগ করে বলেন, এই ধার নেওয়া টাকাকে কেন্দ্র করে তার ছেলে মিজানুরকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর থেকে কল্পনা বেগম পালিয়ে আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআরএস