ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সাপের ভয় দেখিয়ে টাকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
রাজধানীতে সাপের ভয় দেখিয়ে টাকা আদায়

ঢাকা: পারভীন, মধ্যবয়সী এক নারী। জীবন্ত সাপ গলায় পেঁচিয়ে ঘুরে বেড়ান তিনি।

এই সাপের ভয় দেখিয়েই মানুষদের থেকে আদায় করেন টাকা। এছাড়া গলায় থাকা সাপ দেখে আঁতকে ওঠে পথচারীরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এমনই এক দৃশ্য দেখা যায় রাজধানীর রামপুরা এলাকায়।

প্রায় ৫ থেকে ৬ হাত লম্বা একটি জীবন্ত সাপ তার গলায় পেঁচিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায় করছেন ওই নারী। এসময় পথচারীরা তাকে দেখে হঠাৎ থমকে যায়। সাপ দেখে চিৎকার করে ওঠে। অনেকেই সাপ দেখে ওই নারীর থেকে দূরত্ব বজায় রেখে হাঁটে।

দোকানদাররা জানান, সাপ দেখলে সবাই ভয় পায়। ওই নারী সাপ নিয়ে দোকানে প্রবেশ করে টাকা দাবি করেছে। আমরা দিয়েছি। তবে এভাবে সাপ নিয়ে ঘুরে বেড়ানো ঠিক না।

তারা আরও জানান, ওই সাপের বিষ নেই কিন্তু হঠাৎ যদি কাউকে ছোবল দেয় অনেকে ভয়েও মারা যেতে পারে।

পারভীন বলেন, খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় বসবাস করি। স্বামীর নাম কাজী মিয়া। আমার একজন মেয়ে আছে।

তিনি বলেন, এটি দাঁড়াশ সাপ। এই সাপ নিয়ে ঘুরলে কিছু হয় না। এ সাপের বিষ নেই। সাপটি আমার বড় বোন ধরেছে। পেটের দায়ে এটি গলায় পেঁচিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াই। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম হয়। এ দিয়েই আমাদের সংসার চলে।

এমন প্রশ্নের জবাবে পারভীন জানায়, এই সাপের বিষ নেই। তাছাড়া মানুষের ভয়ের কিছু নেই। এই সাপ খুব শান্ত।

প্রকাশ্য জীবন্ত সাপ নিয়ে ঘুরে বেড়ানোর বিষয়টি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. সুদীপ রঞ্জন দেব জানান, এভাবে জনসমক্ষে সাপ নিয়ে ঘুরে বেড়ানো ঠিক না। অনেকেই সাপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। তাছাড়া মানুষের মনে একটা ট্রমা সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আমি যতোটুকু জানি একটা আইন অনুযায়ী প্রকাশ্য সাপ নিয়ে ঘুরে বেড়ানো যাবে না।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।