কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির চেকপোস্টের উত্তরে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ির সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। তাৎক্ষণিকভাবে পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে আছে হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর বয়স আনুমানিক ১৮-২০ বছর।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসবি/কেএআর