ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
শাহজালাল বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। ওই ৯০টি স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে দশ কেজি।

যার বাজারমূল্য ৭ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর জানায়, বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ পাচার করা হয় ভারতে। বিমানের কেউ এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতি বছর স্বর্ণের চাহিদা ২০-২৪ টন থাকলেও ২০২০-২১ অর্থ বছরে স্বর্ণ এসেছে ৩৬ টন। চলতি অর্থ বছরে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪৩.৫৫ কেজি স্বর্ণ। যার বাজার মূল্য ১০৩ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।