ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ফরিদপুরে ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুর: ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এসময় ফেনসিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পাঁচটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আটকরা হলেন, ফরিদপুর সদরের কানাইপুর এলাকার জলিল শেখের ছেলে নুর ইসলাম (২০) ও একই জেলার ভাঙ্গার চুমুরদী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. মিঠু (২৬)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

কমান্ডার শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফরিদপুরের মাঝকান্দি নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। এসময় ৬২৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার যোগে ফেনসিডিল সরবরাহ করা ছাড়াও ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করে আসছে।

আটকদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।