বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এ মা সীমা হালদার (৩৫) আত্মহত্যা করেছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত সীমা হালদার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী। তার প্রিতী হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
সীমার স্বামী প্রশান্ত হালদার জানান, গত বছর এক সড়ক দুর্ঘটনায় তাদের ১১ বছর বয়সী ছেলে প্রতাপ হালদার নিহত হয়। ছেলের শোকে এরপর থেকেই সীমা এলোমেলো কথা বলতে শুরু করেন। সম্প্রতি সীমার একটি অপারেশন হয়, এরপর আরও বেশি ভেঙ্গে পড়েন সীমা।
তিনি বলেন, শুক্রবার বিকেলে আমি একটি অনুষ্ঠানে যাই। সন্ধ্যার দিকে আমার বৃদ্ধ বাবা প্রথম হালদার শিশু কন্যার কান্না শুনে ঘরের ভেতর যান। তিনি সীমাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এ সময় বাড়ির লোকজন উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা পুলিশে খবর দেন।
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সীমার সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।
শনিবার সকালে সীমার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএস/এমআরএ/