ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বইমেলা নিয়ে ফেসবুকে উসকানি, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বইমেলা নিয়ে ফেসবুকে উসকানি, গ্রেফতার ১

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অমর একুশে বইমেলা কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা বক্তব্য প্রচারের দায়ে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের ইনটিরিম মোবাইল মনিটরিং সেল।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।

সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আরিফুল হোসেইন তুহিন জানান, মো. আব্দুল হান্নান নামের ফেসবুক আইডি থেকে গত কয়েকদিন ধরে একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট দেওয়া হচ্ছিল।

অনলাইন মনিটরিং ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।