পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ অবৈধ চরঘেরা ও দু’টি বেহুন্দী জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, বিষখালী নদীর নিশানবাড়ীয়া, লালদিয়া, পদ্মা, সোনাতলা, বাদুরতলা রুহিতা এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআরএস