ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে, যা সফলতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) মেহেরপুরে আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য জনগণকে স্বাচ্ছন্দ জীবন যাপনের ব্যবস্থা করা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য সরকার ঋণ দেওয়ারও ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে এ ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে সক্ষম হবে।
এর আগে প্রতিমন্ত্রী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া কর্মসূচির জন্য স্থাপিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ টিকা ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ। আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। প্রতিমন্ত্রী এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমআইএইচ/আরআইএস