নড়াইল: নড়াইল জেলার নড়াগাতী থানার ৪ নং মাউলি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার ৪ নম্বর মাউলি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, আমার থানায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দস্যুদের কোনো স্থান হবে না। তারা যে কোনো পরিচয়ের হোক। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে। তাই আমার এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই।
ওসি সুকান্ত সাহা বলেন, আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা। যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন নড়াগাতি থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান, বিট অফিসার কামরুজ্জামান, সহকারী বিট অফিসার খলিলুর রহমান, জাহিদ হাসান।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর মাউলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোজি হক, মেম্বার মো. সোহাগ শেখ, বাবু শংকর শাহা, হীরা, বিজন, আশরাফুল, নিগার সুলতানা, সুজাল, শেখ লায়েক আলী ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা, জেলা পরিষদ সদস্য শেখ হাদিউজ্জান প্রমুখ।
আরও পড়ুন>>
>>> বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হলেন বাংলানিউজের সাবেককর্মী সোহাগ
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরআইএস